জাতিসংঘে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর হৃদয়স্পর্শী ভাষণের পর স্নেহভরে তাঁর মাথায় চুমু দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা।
ভাষণে কলম্বিয়ার প্রেসিডেন্ট, ইসরায়েলের কর্মকাণ্ডকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেন। সেই ভাষণে পেত্রো প্রস্তাব করেন, এশিয়ার দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের, যা ফিলিস্তিনকে মুক্ত করবে। সচেতনভাবেই আরবের মুসলিম রাষ্ট্রগুলোকে এ প্রস্তাব থেকে বাদ দেন, কারণ তিনি তাদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে অবগত।
গুস্তাবো পেত্রো ঘোষণ দেন যে, এই “মুক্তি সেনা”-তে তিনি বিশ হাজার সৈন্য দিতে প্রস্তুত। ভাষণ শেষে তিনি দৃঢ়ভাবে নির্দেশ দেন: কোনো জাহাজ যাতে অস্ত্র বহন করে ইসরায়েলে পৌঁছাতে না পারে।