দেশে এলো টেক লাইফস্টাইলের নতুন ব্র্যান্ড মুভার। ব্র্যান্ডটি ইতিমধ্যেই টেক লাইফস্টাইল ভিত্তিক পণ্যের মাধ্যমে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। মুভার ব্র্যান্ডটি প্রযুক্তি এবং লাইফস্টাইলের মেলবন্ধন ঘটিয়ে স্মার্ট ডিভাইসগুলোকে দেশীয় বাজারে সহজলভ্য করে তুলেছে আর বজায় রাখছে গ্রাহকের চাহিদা অনুযায়ী গুণগত মান।
মুভার ব্র্যান্ডের পণ্য লাইনআপে প্রধানত স্মার্টওয়াচ এবং অডিও ডিভাইস পাওয়া যাচ্ছে। আধুনিক ফিচারসমৃদ্ধ ডিভাইসগুলোর মধ্যে মুভার ক্লাসিক স্মার্টওয়াচে রয়েছে স্টাইল এবং পারফরম্যান্সের অনন্য সংমিশ্রণ। ডিভাইসটিতে রয়েছে ১ দশমিক ৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ স্মার্ট ফিচারস। রয়েছে ১৮০ দিনের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। অন্যদিকে, মুভার কার্ড স্মার্টওয়াচে ২ দশমিক ১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি স্ট্যান্ডবাই টাইম দেয় ৩০ দিন পর্যন্ত।
জেনফিট-৭ স্মার্টওয়াচটি যেন সাধ্যের মধ্যে সবকিছু। স্মার্টওয়াচটিতে ২ দশমিক ০১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, অ্যালুমিনিয়াম ফ্রেম, এআই অ্যাসিস্ট্যান্ট এবং কমপ্লিট হেলথ স্যুট ট্র্যাকিং ফিচার রয়েছে।
অডিও পণ্য লাইনে মুভার সোনিক ইয়ারবাডস উল্লেখযোগ্য। যাতে ডুয়াল মাইক, অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশনসহ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, লো ল্যাটেন্সি গেমিং মোড এবং সিঙ্গেল চার্জে ৭ ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম রয়েছে। এসব ফিচার মুভার তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
টেকটাইম প্রতিষ্ঠানটি মুভার ব্র্যান্ডের স্মার্টওয়াচ ও অডিও ডিভাইসসহ অন্যান্য ব্রান্ডের পণ্য অফলাইন এবং অনলাইন বাজারজাত করছে। নেটিজেনদের কেনাকাটাকে সহজ করতে টেকটাইমের অনলাইনেও মুভারের পণ্যগুলো পাওয়া যাচ্ছে। ইত্তেফাক/এসএএস