গত ২৯ সেপ্টেম্বর ফ্রান্স আওয়ামীলীগের ডাকে প্যারিসে মহাসমাবেশ, বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার আওয়ামীলীগের নেতা কর্মী সমাবেশে যোগদান করেন। জননেত্রী শেখ হাসিনা নয়া দিল্লী থেকে ভার্চয়াল বক্তব্য দেন। তিনি অবৈধ ইউনুস সরকারের পদত্যাগে দেশে বিদেশে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান।
ফ্রান্স সরকারের পররাস্ট্র মন্ত্রনালয়ের সামনে আয়োজিত সমাবেশে দখলদার ইউনুসের পদত্যাগের দাবীতে বক্তব্য রাখেন সর্ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি জননেতা এম নজরুল ইসলাম ও ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েছসহ নেতৃবৃন্দ।এছাড়া যুক্তরাজ্য থেকে সমাবেশে াংশ নেওয়া সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আণোয়ারুজ্জামান চৌধুরীসহ যুক্তরাজ্য থেকে যোগ দেওয়া আওয়ামীলীগের নেতারা বক্তব্য দেন। ইউনুসের পদত্যাগের দাবীতে এক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।