
মো. হরমুজ আলী
বেপারী ইউনুসের পরিক্ষিত দোস্তো জামাতের (বিএনপি এখনো জামাতকে ডিঙাতে পারেনি বলেই ইউনুসের মধ্যে জিয়ার প্রতিচ্ছবি দেখে) নায়েবে আমীর ডা: তাহের যুদ্ধবাজদের মোড়ল খোদ আমেরিকায় বসেই আগাম যুদ্ধের ডাক দিয়েছেন এবং তার সৈন্যসামন্তেরও একটা হিসাব দিয়েছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরও একেবারে নাম ধর ভারত যে খাগড়াছড়িতে মানুষ খুন করাচ্ছে, তা মিডিয়ায় বলে দিয়েছেন।
প্রথমে জামাত তারপর উপদেষ্টা! আচ্ছা, একটা রাজনৈতিক দল, যে দলটি যুদ্ধাপরাধের অপরাধে অপরাধী এবং ‘৭১এ বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল; সেই দল যদি এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সরকারের (অবৈধ হলেও) দায়িত্ব কী! দুইদিন পর যদি খোদ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আভ্যন্তরীন গোলযোগের দায় সেই একই ভারতের উপর বর্তান, তাহলে কী বার্তা দেয়া হয়!
দেখুন, বাঙালি যুদ্ধ (জামাত এবং ইউনুস গং ছাড়াই) করে এই দেশ শত্রু মুক্ত করেছে, নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে প্রয়োজনে ভারত কেনো যে কারো বিরুদ্ধেই যুদ্ধ করবে। কিন্তু নিজে থেকে এই যুদ্ধ বাঁধিয়ে দেবার দায়িত্বতো এদেশের মানুষ যুদ্ধাপরাধী জামাত কিংবা অবৈধ ইউনুস গংকে দেয়নি। খাগড়াছড়ি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের একটি অংশ; এই খাগড়াছড়িতে উদ্ভুত অশান্ত পরিবেশ শান্ত করতে গিয়ে যে সেনাবাহিনী নিরীহ পাহাড়িদের খুন করে, ফলশ্রুতিতে নিজেরাও রক্তাক্ত হয়! সেই সেনাবাহিনীর বীরত্বের(!) উপর ভর করে ভারতকে যদি যুদ্ধের দাওয়াত দেয়া হয়, তাহলে জনগণের নিরাপত্তার দায়িত্ব কে নেবে!
দেখুন বেপারী, গত এক বছরেরও বেশি সময় ধরে নাটকতো আর কম করলেননা! সংস্কার, বিচার, নির্বাচন, এই ত্রয়ীর দোহাই দিয়ে নিজেকে মামলা থেকে খালাস, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ আদম ব্যবসা, কর মওকুফ, হত্যা, খুন, রাহাজানি, অগ্নিসংযোগ, হামলা, মামলা কিছুইতো বাকি রাখেননি! তারপরও কিন্তু গদি পোক্ত করতে পারেননি। এখন, যুদ্ধ বাঁধিয়ে গদি পোক্ত করার জামাতি-বুদ্ধি যে আপনাকে আন্তর্জাতিক ফেরারি করে ছাড়বে, এটা হলফ করেই বলা যায়; দেশ এবং দেশের মানুষের যে কী হবে, তা আল্লাহ মালুম! সময় থাকতে নিজে লাগাম পরুন, সতীর্থদের লাগাম পরান; এই দেশ সৃষ্টিতে আপনি কিংবা আপনার সতীর্থদের কোনো ভুমিকা ছিলনা, এই দেশ ধ্বংস করার বিন্দুমাত্র অধিকারও আপনাদের নেই।
লন্ডন, ২৯ সেপ্টেম্বর ২০২৫