ঘরে নেই নিরাপত্তা, রাস্তায় নেই নিরাপত্তা, কলেজে নেই নিরাপত্তা—ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশ! অবৈধ ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বাড়ছে লাশের মিছিল।
বাংলাদেশ আজ যেন ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে! চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মেধাবী শিক্ষার্থী মিমকে সকালে পৌরবাজার সিনেমা হলের পেছনের গলিতে ফকিরাপুল প্রফেসরের বাসায় নৃশংসভাবে ধর্ষণের পর হ*ত্যা করা হয়েছে।
এমন লজ্জাজনক ঘটনার পর পুরো দেশ আবারও স্তম্ভিত। কিন্তু দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কোনো নিশ্চয়তা নেই। কারণ আজকের বাংলাদেশে অবৈধ ইউনুস সরকারের মদদে ধর্ষকরা পরিণত হয়েছে অদম্য শক্তিতে। দেশের ঘরে-বাইরে, রাস্তায়, কলেজে—কোথাও আর মেয়েরা নিরাপদ নয়। সারাদেশ যেন আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। প্রতিদিন নারীর আর্তনাদ আর রক্তে ভিজছে বাংলাদেশ।
এ কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি গোটা জাতির অস্তিত্বে আঘাত। নারীর নিরাপত্তা যেখানে নিশ্চিহ্ন, সেখানে রাষ্ট্র নামক কাঠামো কেবল ব্যর্থ নয়, অপরাধীদের আশ্রয়দাতা।(আওয়ামীলীগ পেইজ)