*আস্থা যেখানে শেখ হাসিনা, সেখানে ক্লান্তির জায়গা নেই, জয় বাংলা বলেই বন্দি তবু হাল ছাড়ব না**
রাজনীতি শুধু একটি পেশা নয় এটি একটি আদর্শিক সংগ্রাম, যেখানে ক্ষমতা নয়, আত্মত্যাগ ও বিশ্বাসই হয় মূল শক্তি।
আওয়ামী লীগ এই দেশের ইতিহাসে এমন একটি নাম, যার প্রতিটি অক্ষরের পেছনে রয়েছে রক্ত, ঘাম, কারাবরণ ও ত্যাগের দীর্ঘ ইতিহাস।
যখনই দলের জন্য কাজ করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মনে রাখবেন এই ক্লান্তির ঊর্ধ্বে রয়েছে আমাদের সহযোদ্ধাদের আত্মদান, দেয়ালে লেখা সেই একটি বাক্য: “শেখ হাসিনাতেই আস্থা”।
এই একটি বাক্য লেখার অধিকার রক্ষার জন্য আমরা হারিয়েছি বহু সংগঠক, বহু অকুতোভয় যোদ্ধা।
কারও গায়ে জেল খাটার দাগ, কারও জীবনের গল্প মাঝপথে থেমে গেছে গুম হয়ে যাওয়ার ইতিহাসে।
কেউ হারিয়েছেন চাকরি, কেউ পরিবার, কেউবা হারিয়েছেন নিজের নামটিই।
আজ যারা রাজপথে আছেন, মাঠে আছেন, যারা এখনও আওয়ামী লীগের লাল-সবুজ পতাকা বুকের সাথে জড়িয়ে ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের মনে রাখতে হবে
আপনারা শুধু দলের কর্মী নন, আপনারা ইতিহাসের উত্তরসূরি।
আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রহরী।
একটি স্বাধীন দেশের ভেতর দাঁড়িয়ে যখন “জয় বাংলা” স্লোগান দেওয়াও অপরাধ হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে আমরা কেবল রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, বরং ইতিহাস বিকৃতির বিরুদ্ধেও লড়ছি।
“মুক্তিযুদ্ধ”, “বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা” এই শব্দগুলোকে যারা ভয় পায়, তারা ইতিহাসের শত্রু।
তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজও আমাদের সহযোদ্ধারা জেলে, কেউবা আদালতের বারান্দায় বারবার হাজিরা দিচ্ছেন, কেউ নিখোঁজ।
কিন্তু আমরা হাল ছাড়ব না। কারণ আমরা জানি, ক্লান্তির চেয়ে বড় হয় আদর্শ।
আমরা যারা আওয়ামী লীগে আছি, আমরা কেবল একটি দলের সদস্য নই আমরা একটি আদর্শিক পরিবারের অংশ।
এই পরিবারে কেউ কাঁদলে আমরা কাঁদি, কেউ আক্রান্ত হলে আমরা প্রতিরোধ করি, কেউ পিছিয়ে পড়লে আমরা তাকে টেনে তুলি।
চক্রান্ত, হামলা, মামলা, অপবাদ এসবই ছিল, আছে, থাকবে।
কিন্তু আমাদের শক্তি হচ্ছে ঐক্য। আমাদের অস্ত্র হচ্ছে বিশ্বাস।
আমরা একসাথে হেরেছি, একসাথে জিতেছি, আবার একসাথেই ঘুরে দাঁড়াব।
কারণ, লীগ মানেই লড়াই, লীগ মানেই লাল সবুজের ইতিহাস।
শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি এই জাতির অস্তিত্ব, উন্নয়ন আর নিরাপত্তার প্রতীক।
বিশ্বসভায় বাংলাদেশের পরিচয় আজ যে মর্যাদার, তা তাঁর নেতৃত্বেই সম্ভব হয়েছে।
আর আজ সেই নেতৃত্বকে দুর্বল করতে গুটি গুটি চক্রান্তের জাল বোনা হচ্ছে, যেন মানুষ ক্লান্ত হয়, বিভ্রান্ত হয়, ছুটে যায় ভুল দিকে।
কিন্তু জনগণ জানে আস্থা যাঁর উপর, তিনি শেখ হাসিনা। আশ্রয় যাঁর ভিতরে, তিনি শেখ হাসিনা।
আমরা ভাঙি না, আমরা থামি না কারণ আমরা আওয়ামী লীগ
আমরা যেদিন “জয় বাংলা” স্লোগান দিয়েছিলাম, সেদিন থেকেই আমরা কারাগারের তালিকায়।
কিন্তু আমরা জানি এই ত্যাগ বৃথা যাবে না।
আমরা থামব না, হাল ছাড়ব না।
আমরা শেখ হাসিনার পাশে আছি, আমরা বঙ্গবন্ধুর চেতনায় অটল।
আমরা আওয়ামী লীগ। আমরা এক পরিবার।(আওয়ামীলীগ পেইজ)