আগামীকাল ৬অক্টোবর জননেতা সুলতান শরীফ প্রয়াণে লন্ডনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে বিকাল ৫টায় অনুষ্ঠিতব্য এ নাগরিক শোকসভায় দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার জন্য যুক্তরাজ্য আওয়ামীলীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট লন্ডনের একটি হাসপাতাল সুলতান শরীফ দেহ ত্যাগ করেন্।
১৯৪১ সালের ২৬ জানুয়ারি বরিশাল জেলার চানপুরা ইউনিয়নের সরুখালী গ্রামে জন্ম নেন সুলতান মাহমুদ শরীফ। স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন লন্ডন আওয়ামী লীগ গঠিত হলে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
একাত্তরে প্রবাসে একজন সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিশ্ব জনমত গড়ে তুলতে তিনি ভূমিকা রাখেন। লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে তিনি ও তার সহযোদ্ধারা সাপ্তাহিক ‘জনমত’ বিতরণ করতেন। একই বছর এপ্রিলে তিনি লন্ডন থেকে বাংলাদেশে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।
২০১১ সাল থেকে সুলতান মাহমুদ শরীফ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।