বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এবং চাঁদপুর-৩ আসনের বহুদিনের সংসদ সদস্য ডা. দীপু মনি কারাগার থেকে তাঁর নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লিখেছেন। এবং শক্তি, সাহস ধরে রাখার কথা বলেন।
সম্প্রতি তাঁর অনুসারী, অনুগামীদের মাধ্যমে প্রকাশিত এই চিঠিতে তিনি নিজের অসুস্থতা, সরকারি অবহেলায় পরিপূর্ণ চিকিৎসা এবং খাবার না পাওয়ার অভিযোগ তুলেছেন। এছাড়াও আদালতে তিনি নিজের অসুস্থতার কথা তুলে ধরেন। পাশাপাশি চাঁদপুরবাসীকে চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে মনোবল অটুট রাখার আহ্বান জানিয়েছেন দীপু মনি। চিঠির শুরুতে “আপনাদের স্নেহের দিপু মনি” হিসেবে উল্লেখ করে চাঁদপুরবাসীর প্রতি তাঁর ভালোবাসা, সালাম জানান। তিনি বলেন, “আমি জানি আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসের অত্যাচারে কষ্ট পাচ্ছেন কিন্তু আমি জানি আপনারা মনোবল হারাবেন না।” “ইনশাআল্লাহ এই ন্যায়ের আন্দোলনেও আমি আপনাদের পাশে থাকবো।” তিনি লেখেন, “গত কয়েক মাস ধরে আমি অসুস্থ; সরকারি অবহেলায় চিকিৎসা ও খাবারও পাচ্ছি না, আপনাদের দোয়া চাই।” চিঠির শেষে বলেন, “একটা কথাই বলবো শুধু ‘আগুনের দিন শেষ হবে একদিন’।”