বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র চরম বিতর্কিত নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে লিগ বর্জনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ ৪০ ক্লাব। অবৈধ বোর্ড বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি তাদের।
গত সোমবার বিসিবির নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল ফের সভাপতি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচনের দুদিন আগেই এক হোটেলে মাঝরাতে হয়ে যায় ভোট। এর আগে বেশিরভাগ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবু শতভাগ নিশ্চয়তা পেতে বুলবুল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের যোগসাজশে আশ্রয় নেন ব্যাপক অনিয়মের।
এই ভোটের দুদিন পর আজ রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার ঘরোয়া ক্রিকেট বর্জনের ডাক দিয়েছে।
সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান ও ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মতো সংগঠকরা উপস্থিত ছিলেন। মোহামেডানের পাশাপাশি আবাহনী লিমিটেড, লেজেন্ডস অব রূপগঞ্জের মতো শীর্ষ ক্লাবগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোহামেডানের কর্মকর্তা মাসুদুজ্জামান লিগ বর্জনের ঘোষণা দিয়ে বলেন, যাবতীয় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আছে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ থেকে প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন আমরা যে সব ক্লাব আছি ভেবেছিলাম অংশ নেব। আজ থেকে আমরা বলতে চাই ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না। এবং জেলায়তেও তাই।
তিনি বলেন, এখানে জেলা প্রতিনিধি আছেন প্রতিনিধি আছেন রেদওয়ান ভাই। আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব। এবং যেকোনোভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা যারা ক্লাব প্রতিনিধি আছেন কাউকে যদি হুমকি দেয়া হয়, ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে। আমরা ঘোষণা দিচ্ছি।
মাসুদুজ্জামান বলেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে তারা বৈধ সভাপতি মানেন না, ‘আলোচনার কিছু নাই। আমরা নির্বাচনটাই মানছি না। উনি (বুলবুল) অবৈধ হয়েছেন। আমাদের হিসেবে তিনি অবৈধ।’