বাংলাদেশের অর্থনীতি একসময় দক্ষিণ এশিয়ার উন্নয়ন মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। সরকারি উন্নয়ন প্রকল্প ও বেসরকারি বিনিয়োগ ছিল কর্মসংস্থান সৃষ্টির দুই প্রধান উৎস। কিন্তু আজ সেই গতিধারা থমকে গেছে। ড. ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ সরকার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালের অধিকাংশ উন্নয়ন প্রকল্প স্থগিত বা বাতিল করে দিয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে, ব্যবসা-বাণিজ্য থমকে গেছে, এবং বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
*সরকারি উন্নয়ন প্রকল্প বন্ধ — বেকারত্বের বিস্ফোরণ*
শেখ হাসিনার আমলে চালু হওয়া মেগা প্রকল্পগুলো যেমন পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, গ্রামীণ অবকাঠামো, হাসপাতাল, স্কুল, ও শিল্পনগর উন্নয়ন প্রকল্পগুলো শুধু অবকাঠামোগত উন্নয়নই করেনি এই প্রকল্পগুলো লাখো মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছিল।
কিন্তু ইউনুস সরকারের তথাকথিত “অর্থনৈতিক সংস্কার” নীতির নামে একের পর এক প্রকল্প বন্ধ করে দেওয়ায় নির্মাণ শ্রমিক, প্রকৌশলী, পরিবহন শ্রমিক, ঠিকাদার, ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকা বিপন্ন হয়েছে।
এখন গ্রামাঞ্চলে নতুন কাজের সুযোগ নেই, শহরে নতুন কারখানা বা অফিস খোলা বন্ধ, ফলে বেকার যুবকের সংখ্যা বাড়ছে ভয়াবহভাবে।
*বেসরকারি খাতের আস্থা ভেঙে পড়েছে*
বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো বেসরকারি খাত। কিন্তু ইউনুস সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত, প্রশাসনিক হয়রানি এবং কর গোয়েন্দা দপ্তরের দুর্নীতি ব্যবসায়ীদের মনোবল ভেঙে দিয়েছে। নতুন উদ্যোক্তারা বিনিয়োগে অনাগ্রহী, পুরনো উদ্যোক্তারা ব্যবসা সংকুচিত করছেন।
একসময় যে দেশ ‘ইজ অব ডুইং বিজনেস’-এর দিক থেকে দক্ষিণ এশিয়ায় অগ্রগতি করছিল, আজ সেখানে বিনিয়োগ অনুমোদন পেতে মাসের পর মাস লাগে, ঘুষ ছাড়া ফাইল নড়ে না।
*বিদেশি বিনিয়োগকারীদের আস্থাহীনতা*
শেখ হাসিনার নেতৃত্বে বিদেশি বিনিয়োগে বাংলাদেশ এক উজ্জ্বল নাম হয়ে উঠেছিল। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বহু দেশ বাংলাদেশে শিল্পনগর, বিদ্যুৎ প্রকল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ করেছিল।
কিন্তু বর্তমান সরকারের অস্থিরতা, নীতির অসঙ্গতি ও আন্তর্জাতিক সুনামহানির কারণে বিদেশি বিনিয়োগ বন্ধের পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ স্থগিত বা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে কর্মসংস্থানের বাজার আরও সংকুচিত হয়েছে।
*জনজীবনে বিপর্যয় ও সামাজিক অস্থিরতা*
যখন মানুষ কাজ হারায়, তখন শুধু অর্থনীতি নয়—সামাজিক ভারসাম্যও নষ্ট হয়। গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে, শহরে অপরাধ ও মাদকাসক্তি বাড়ছে।
ইউনুস সরকারের ব্যর্থ নীতি এখন সাধারণ জনগণের জীবনে অন্ধকার ডেকে এনেছে। একসময় যে দেশ আত্মনির্ভরতার পথে ছিল, আজ সেই দেশ বেকারত্বের মেলায় পরিণত হয়েছে।
বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির মূল ভিত্তি ছিল শেখ হাসিনার উন্নয়নমুখী নীতি। সেই নীতি ধ্বংস করে ইউনুস সরকার আজ দেশের অর্থনীতি, বিনিয়োগ ও শ্রমবাজারকে ধ্বংসের মুখে ফেলেছে।
উন্নয়ন থেমে গেলে শুধু কর্মসংস্থান নয়, পুরো জাতির ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যায়।
দেশ বাঁচাতে উন্নয়ন ফিরিয়ে আনতে হবে হটাও ইউনুস, বাঁচাও বাংলাদেশ।(আওয়ামীলীগ পেইজ)