সেনাবাহিনির মধ্যে যে সংকট ইউনুস ঢুকিয়ে দিয়েছে, তোলপাড় চলছে, তাতে দেশের একটি দেশ্রপ্রেমিক সেনাবাহিনি শেষ। কিভাবে একদল জঙ্গির কথায় সরকার চলে, আর সেনাসদস্যদের গ্রেফতার করে, তাতে দেশবাসী হতবাক। প্রায় ১৫০ সেনা অফিসারকে আসামী করে ট্রাইবুনারে মামলা। ১৫ জন ইতোমধ্যে ক্লোজড, মানে গ্রেফতার। এখন তারা অনিশ্চিত জীবনে আছেন, আতঙ্কে আছেন কয়েকশত। কদিন যাবত গুজবের শহর হয়েছে ঢাকা। এমনকি সারা দেশ। বিদেশেও প্রবাসীরা উতকণ্ঠিত,কী হয় কখন দেশে।