গোলাম আযম পুত্র আযমীসহ জামাতপন্থী জঙ্গীদের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেশ করা চার্জশিটের অন্তর্ভুক্ত ১৫ সেনা অফিসারকে সেনা সদরে ক্লোজ করা হয়েছে।
সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর এ থাকা কর্মকর্তা।
শনিবার ঢাকা সেনানিবাসের মেসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
এছাড়া সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
এরপর সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন, সামনে আরও অনেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একইরকম আদেশ আসতে পারে।
এ নিয়ে তোড়পাড় চলছে সেনাবাহিনিতে ও দেশে। কী ঘটছে? প্রশ্ন সর্বত্র।