চট্টগ্রামে হোন্ডা ব্র্যান্ড আয়োজিত এক কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও শটগান দিয়ে গুলি ছোঁড়ে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।
১১ই অক্টোবর, শনিবার সন্ধ্যার পর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর জিইসি মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, কনসার্ট চলাকালীন “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে একজনের নাম মো. শরিফ (২৩)। তিনি খুলশী থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। আহত বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
কনসার্টে আগতরা জানান, কনসার্ট শুরুর পর সন্ধ্যায় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে ওঠে গান গাইতে। তারা দুইটি গান পরিবেশনের পর আর গান গাইতে অপারগতা জানায়। এশার আজান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। তখন কনসার্টে থাকা বিএনপির সন্ত্রাসীদের সঙ্গে স্লোগান দেওয়া লোকজনের সংঘর্ষ হয়। একপর্যায়ে জিইসি কনভেনশনে ভাঙচুর ও তাণ্ডব চলে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন, হোন্ডার অনুষ্ঠানে কনসার্ট ইভেন্টের কোনো অনুমতি ছিল না। কিছু যুবক ও তরুণ সেখানে ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে সেখানে লাঠিচার্জ করে এবং ৮ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে।
খুলশী থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।