নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু সম্প্রদায়ের এক নিরীহ মানুষকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সুব্রত চন্দ্র দাশ (৪২) — চর আমানউল্যাহ ইউনিয়নের বাসিন্দা।
তিনি প্রতিদিনের মতো মোটরসাইকেলে স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, ঠিক তখনই সিএনজি অটোরিকশাযোগে এসে অজ্ঞাত হামলাকারীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের শোক নয়—এটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মানবাধিকারের উপর সরাসরি আঘাত। বাংলাদেশ এক সময় যে অসাম্প্রদায়িক চেতনার উপর দাঁড়িয়েছিল—আজ তা ধ্বংসের মুখে।
যেখানে সুব্রতের মতো সাধারণ মানুষকে কুপিয়ে মারা হয়, অথচ সরকার চুপ থাকে—সেখানে রাষ্ট্র নামের কাঠামো আর টেকে না।