যুক্তরাজ্যের হোম অফিস সম্প্রতি ঘোষণা দিয়েছে নতুন Innovator Founder Route, যার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখন পড়াশোনা শেষে নিজস্ব ব্যবসা বা উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এই রুটে আবেদন করতে কোনো নির্দিষ্ট বিনিয়োগের শর্ত নেই, বরং গুরুত্ব দেওয়া হবে আপনার ব্যবসায়িক ধারণা, তার টেকসই বাস্তবায়ন পরিকল্পনা ও সম্ভাব্য কর্মসংস্থানের প্রভাবের ওপর। সফল আবেদনকারীরা ৩ বছরের মধ্যে Indefinite Leave to Remain (ILR)—অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন। এ সুযোগে শিক্ষার্থীরা তাদের পরিবারকেও যুক্তরাজ্যে নিয়ে আসতে পারবেন, এবং তারা পূর্ণ সময় কাজ বা পড়াশোনার সুযোগও পাবেন।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।