সিনেমায় অভিনয় করে কাঁড়ি কাঁড়ি অর্থ কামিয়েছেন তাঁরা। অভিনয়ের বাইরে প্রযোজনা কিংবা বিজ্ঞাপনচিত্র থেকেও মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন এই তারকারা। ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী কারা—সেই তালিকা প্রকাশ করেছে সেলিব্রিটিনেটওয়ার্থ ডটকম।
১০. জুলিয়া লুই-ড্রাইফাস
টেলিভিশনে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী জুলিয়া লুই-ড্রাইফাস। জনপ্রিয় সিটকম ‘সাইনফেল্ড’–এ ইলেইন চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন, এটি থেকে মোটা অঙ্কের পারিশ্রমিকও পেয়েছেন তিনি।
এরপর ‘দ্য নিউ অ্যাডভেঞ্চারস অব ওল্ড ক্রিস্টিন’, ‘ভিপ’–এও দেখা গেছে তাঁকে। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার। তিনি আছেন তালিকার ১০ নম্বরে।
৯. জেসিকা বিল
১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক। অল্প সময়ের মধ্যেই অভিনয়ে নাম করেছেন জেসিকা বিল। একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন। তাঁকে ‘দ্য রুলস অব অ্যাট্রাকশন’, ‘টোটাল রিকল’, ‘হিচকক’–এর মতো সিনেমায় দেখা গেছে। অভিনয়ের বাইরে প্রযোজনাও করেছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার। তিনি আছেন তালিকার ৯ নম্বরে।
৮. ক্রিস্টা মিলার
‘সাইনফেল্ড’, ‘স্ক্রাবস’, ‘দ্য ড্রু কেরি শো’–এর মতো টেলিভিশন শোতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন মার্কিন অভিনেত্রী ক্রিস্টা মিলার।
১৯৯৯ সালে টেলিভিশন প্রযোজক বিল লরেন্সকে বিয়ে করেছেন তিনি। দুজন মিলে রিয়েল এস্টেট ব্যবসা করেন। অভিনয়ের বাইরে ব্যবসা থেকে বড় অঙ্কের অর্থ আসে। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার। তালিকার ৮ নম্বরে আছেন এ অভিনেত্রী।
৭. জেনিফার অ্যানিস্টন
জেনিফার অ্যানিস্টন হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। টেলিভিশন সিটকম ‘ফ্রেন্ডস’–এর প্রধান পাঁচ চরিত্রের একটিতে অভিনয় করেছেন তিনি। সেখান থেকে বড় অঙ্কের পারিশ্রমিক পান তিনি। ‘ব্রুস অলমাইটি’, ‘মারলি অ্যান্ড মি’, ‘হরিবল বসেস’–এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৩২০ মিলিয়ন ডলার। ৭ নম্বরে আছেন তিনি।