আগে বিশ্বের চোখে পাকিস্তান ও আফগানিস্তান ছিল নেতিবাচক উদাহরণ—শান্তিপ্রিয় মানুষ এসব দেশের নাম শুনলেই বিরক্ত হতো। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে “বাংলাদেশ”।
পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের একটি শক্তিশালী দেশ—তাদের অবস্থানকে হালকাভাবে দেখার সুযোগ নেই। ছবিতে যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, সেটি পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল Chega Party–এর নেতা আন্দ্রে ভেনচুরা (André Ventura)–র পর্তুগিজ ভাষায় প্রচারণার পোস্টার। বাংলায় যার অর্থ—“এটা বাংলাদেশ নয়!”
গত এক বছরে এটাই বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয়ের করুণ চিত্র। যে দেশ এক সময় উন্নয়ন ও অগ্রগতির প্রতীক ছিল, এখন তাকে দেখা হচ্ছে অবজ্ঞা ও ঘৃণার চোখে। শেখ হাসিনা বাংলাদেশের মর্যাদাকে বিশ্বে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। বিশ্ব তখন বাংলাদেশকে সম্মান, সম্ভাবনা ও অগ্রগতির দৃষ্টান্ত হিসেবে দেখত।
কিন্তু এখন একের পর এক দেশ বাংলাদেশের ভিসা বন্ধ করছে। যে শ্রীলঙ্কাকে আমরা করোনার সময় ত্রাণ ও ঋণ দিয়েছিলাম, আজ সেই শ্রীলঙ্কাও বাংলাদেশের জন্য ভিসা সীমিত করে দিয়েছে। এটাই আজকের বাস্তবতা—বাংলাদেশের অর্জন নয়, বরং আন্তর্জাতিক পরিসরে এক গভীর লজ্জা ও অপমানের।
