মুহাম্মদ গোলাম সারওয়ার
বাংলাদেশের পোষ্ট মডারনিস্টদের খুব প্রিয় একটা ডায়ালগ হচ্ছে “হিজাব ইস অ্যা চয়েস”।
কিন্তু ওনারা খুব চতুরতার সাথে একটা ঐতিহাসিক বাস্তবতা চেপে যান তা হচ্ছে হিজাব ইস অ্যা চয়েস মেইড বাই মুসলিম মেইলস।
মিশরীয় নৃতত্ত্ববিদ ফাদওয়া আল গুণদি তাঁর গবেষণা গ্রন্থ “দি ভেইল” এ ঐতিহাসিক তথ্য দিয়ে দেখিয়েছেন, শুধু হিজাব নয়, সুদূর অতীত থেকেই নারীর পোষাক কখনোই নারীর “চয়েস” ছিলোনা। গ্রীক যুগ থেকে শুরু করে, ইউরোপের ইতিহাসে, আরবের ইতিহাসে, এশিয়ার ইতিহাসে কোথাও নারীর পোষাক কখনোই নারীর “চয়েস” ছিলোনা।
হিজাব অবশ্যই “চয়েস” কিন্তু সেটা মুসলিম পিতৃতন্ত্রের চয়েস, নারীর উপরে চাপিয়ে দেয়া। ঠিক যেভাবে রাজস্থানী নারীর জন্যে পিতৃতন্ত্রের “চয়েস” হচ্ছে ঘুঙ্ঘাট নামের রঙ্গীন রেশমি কাপড়ের থান। পিতৃতন্ত্রের বেঁধে দেয়া পোশাককে নারী গ্রহন করেছে আর পোষ্ট মডারনিস্টরা সেটার নাম দিয়েছে “চয়েস”।
এই ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। নির্বাচিত নারী প্রতিনিধিরা শপথ নিচ্ছেন। সো, বাংলাদেশের বহিনেরা, সিটবেল্ট বেঁধে নিন, নতুন রিয়েলিটির জন্যে। খুব সামনেই আসছে আপনার পালা।
