বাংলাদেশের খেলা চলাকালে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই আন্দোলনকারীদের বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে।
জানা গেছে, নগরের পাহাড়তলীর সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি–টুয়েন্টি ম্যাচ চলাকালে এই মারধরের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তারা হলেন- মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান তারা।
মারধরে আহত জুলাইযোদ্ধারা বলেন, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামে কয়েকজন সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করেন। এ সময় তারা বাধা দিলে তাদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হয়। গ্যালারির অন্য দর্শকদের হস্তক্ষেপে তাৎক্ষণিক উভয়পক্ষকে শান্ত করা গেলেও কিছুক্ষণ পর আবারও প্ল্যাকার্ড প্রদর্শন করেন ওই দর্শকরা। তখন জুলাইযোদ্ধারা তাদের বাধা দিতে গেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের বেধড়ক পেটান প্ল্যাকার্ডধারীরা।
এসময় পেটাতে পেটাতে তাদেরকে স্থানীয় ভাষায় গালাগালও করা হয়। একইসাথে জুলাই দাঙ্গা ও বর্তমান পরিস্থিতি নিয়েও তাদের দোষারোপ করা হয়। এতে যোগ দেন অন্য দর্শকরাও। পিটুনি খেয়ে যুবকরা নিজেদের জুলাইযোদ্ধা পরিচয় দিলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। অন্য দর্শকরাও জুলাইযোদ্ধা- উপাধি নিয়ে হাসিঠাট্টায় মেতে ওঠেন। পিটুনিতে অংশ নেন তারাও।
পরে গ্যালারির নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা তাদের সরিয়ে নিয়ে যান। এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ কিংবা এজাহার দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
