‘এ সিজন অব বাংলা ড্রামা’র বিবিপিসি-র উপস্থাপনা Kindness with Kazi’.
।। হামিদ মোহম্মদ।।
সংগীত, কবিতা, কালজয়ী দর্শনের মধ্য দিয়ে নজরুলের উদ্দীপনাকে সুন্দরভাবে তুলে ধরেছে বিবিপিসির এই পারফরমেন্স। ‘এ সিজন অব বাংলা ড্রামা’র বিবিপিসি-র উপস্থাপনা ছিল Kindness with Kazi’.। গতকাল ২ নভেম্বর পূর্ব লন্ডনের কুইনমেরী ইউনির্ভাসিটির পিন্টার্স স্টুডিওতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানটি। কবি শামীম আজাদের উপস্থাপনায় অংশ নেন কবি মিল্টন রহমান, স্মৃতি আজাদ, উদয় শংকর দূর্জয়, কবি মাইক রিগেট,কবি স্টিফেন ওয়াটসসহ এক ঝাঁক তরুণতরুণী। কথোপকথন, প্রশ্নোত্তর,কবিতা রচনা, আবৃত্তি সহযোগে অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমী আয়োজন হৃদ্যতাপূর্ণ।
এ বছর কবি নজরুলের বৈপ্লবিক কবিতা ‘সাম্যবাদী’ প্রকাশের এক শতাব্দী পূর্তি।কবি মিলটন রহমান এবং কবি মাইক রিগেট কবিতাটি ইংরেজি ও বাংলা দুই ভাষায় আবৃত্তি করেন। সাম্য ও মানবতাবাদের নজরুলের শক্তিশালী বার্তা শ্রোতাদের মাঝে গভীরভাবে প্রতিধ্বনি করেছে। তার শব্দ দ্বারা অনুপ্রাণিত হয়ে অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব কবিতা রচনা করেন, যা একটি যৌথ সম্প্রীতির কণ্ঠ তৈরি করেন। ঘটনাটি অতীত এবং বর্তমান, শিল্প এবং সক্রিয়তার মধ্যে একটি সংলাপ হয়ে ওঠে। আজকের বহুসাংস্কৃতিক বিশ্বে নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরেছে এ আয়োজন।
কবিতা এবং সৃজনশীল কর্মক্ষমতার মাধ্যমে, তার ঐক্যের দৃষ্টিভঙ্গি সীমানা অতিক্রম করেছে। অনন্য এই উদযাপন নজরুলের উত্তরাধিকারকে বৃটেনের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে স্পন্দনশীল আলাপচারিতায় এনেছিল নতুনত্ব।
