সিলেটে পুলিশি বাধা উপেক্ষা করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে অর্ধ শতাধিক নেতাকর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ ঘটনায় মিছিল শেষে একজনকে আটক করেছে পুলিশ।
আজ ৭ই নভেম্বর, শুক্রবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলওয়ার হোসেন রাহীর নেতৃত্বে এ মিছিল হয়।
সিলেটের এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলওয়ার হোসেন রাহী শুক্রবার বিকেলে তার ফেসবুক আইডিতে প্রথম মিছিলের ভিডিও প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলওয়ার হোসেন রাহীর নেতৃত্বে কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশসহ অর্ধশতাধিক নেতা মিছিল করছেন। মিছিলে অংশ নেওয়া দু-তিনজন ছাড়া অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক ছিল, বাকিদের চেনা যায়নি।
ভিডিওটিতে আরও দেখা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিল। মিছিলে ১৫-২০ জন নেতা–কর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ সময় নেতা–কর্মীরা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।
মিছিলের ব্যানারে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের ছবি চোখে পড়ে। রাহী ও টেলেন্ট রনজিত সরকারের গ্রুপের নেতা ছিলেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের মিছিলের পরে আমরা একজনকে আটক করেছি। বাকিদের ধরতে অভিযানে রয়েছি আমরা।’
