এ সিজন অব বাংলা ড্রামা’র আয়োজনে উদীচী ইউকে সংসদের ‘নিশব্দের শব্দ’ মঞ্চস্থ হয়েছে গতকাল ১৬ নভেম্বর। সন্ধ্যা সাড়ে সাতটায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে মঞ্চস্থ ‘নিশব্দের শব্দ’ নাটকটি বিলাতে বাঙালি কমিউনিটির অভিবাসী জীবনের নানা সংকট, তরুণ সমাজের ড্রাগসের প্রতি আসক্তি, সাংস্কৃতিক ও পারিবারিক টানাপোড়নের গল্প নিয়ে নাটকটি উপভোগ করেছেন দর্শকশ্রোতা। লিখেছেন ও পরিচালনা করেছেন শেখ নুরুল ইসলাম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শেখ নুরুল ইসলাম, হেলেন ইসলাম,মতিউর তাজ। আরো অভিনয় করেছেন স্নেহা চৌধুরী, শামসুদ্দিন আহমেদ,তোড়া দে, শাকিল আহমেদ, মোসাহিদ আলম, মহিম তালুকদার, বাবলা দে, অসীমা দে,মেসবাহ চৌধুরী, ইভা আহমেদ, সহিদা বিনতে হাসানসহ আরো অনেকে। হলভর্তি দর্শক শ্রোতা মুগ্ধ হয়েছেন,প্রশংসা করেছেন নাটক দেখার পর।
নাটকে উঠে আসা কাহিনি হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। নতুন প্রজন্মের শিল্পী তোড়া দে, স্নেহা চৌধুরীর অভিনয়ে মুগ্দ হয়েছেন সকলে।
বাংলা ও সিলেটী ডাংলগ ব্যবহার নাটকটির মাধুর্যতা বৃদ্ধি করেছে।ইংরেজী ভাষারও সংলাপ সাবলীল ছিল। শেখ নুরুল ইসলাম নতুন নাট্যলেখক হলেও নাট্যনির্মাতা ও অভিনয়শিল্পে বিচরণ বহুদিনের। উদীচী প্রতি বছরই নতুন নাটক উপস্থাপন করে থাকে। আগামীতেও আরো নতুন নতুন নাটক উপস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।
