আমরা, দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০২ জন সাংবাদিক, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া এবং আজকের রায় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
সম্প্রতি আইসিটি আদালত ঘিরে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, বিভিন্ন পক্ষের বক্তব্য, বিচার কাজে অসংগতি, অস্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তার ব্যাপকভাবে পরিলক্ষিত হওয়ায় জনমনে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারলে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন—সবই হুমকির মুখে পড়ে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি আদালতের রায় নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা চলছে। আদালতের ওপর অস্বাভাবিক চাপ, একতরফা তথ্য উপস্থাপন এবং অভিযুক্তদের আইনি সুরক্ষার জন্য আইনজীবী নিয়োগ করতে না দেয়া, প্রতিপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট আইনজীবিকে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগের বিষয়টি পুরো জাতির কাছে ছিলো হাস্যকর, মামলা চলাকালীন আসামী পক্ষের আইনজীবীদের উপর মব সন্ত্রাসের অভিযোগও আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
আমরা মনে করি—
যে কোনো রাজনৈতিক ব্যক্তি হোক বা সাধারণ নাগরিক—ন্যায়বিচার অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও চাপমুক্ত পরিবেশে হতে হবে। বিচার হতে হবে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষতার সাথে, যা এই মামলায় পুরোপুরি অনুপস্থিত ছিলো। গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো সত্য প্রকাশ করা, গণতন্ত্র রক্ষা করা এবং বিচার প্রক্রিয়ার স্বাধীনতার পাশে দাঁড়ানো। আমরা তাই জোর দিয়ে বলছি— এই ফরমায়েশি, সাজানো বা প্রভাবিত রায়, এবং প্রতিহিংসা বা প্রতিশোধপরায়ণতা চরিতার্থ করার বিচার, প্রকৃতপক্ষে রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে ধ্বংস করেছে।
আমরা দাবি করছি—
১. এই রায় বাতিল করে সকল বিচারিক প্রক্রিয়া পুনরায় সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করা হোক।
২. আদালতকে রাজনৈতিক বা প্রশাসনিক চাপমুক্ত রাখা হোক।
৩. সকল পক্ষকে তাদের নিজস্ব আইনজীবী নিয়োগ এবং ন্যায়সঙ্গতভাবে বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের সমান সুযোগ দেওয়া হোক।
৪. যে কোনো রায় যেন আইনের ভিত্তিতে, সত্য ও প্রমাণের ভিত্তিতে হয়—প্রভাবিত সিদ্ধান্ত নয়।
গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা এবং আইনের শাসন রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। ন্যায়বিচারই রাষ্ট্রকে টিকিয়ে রাখে— এর অন্যথা হলে রাষ্ট্র অনিবার্য এক ভয়াবহ পরিণতির দিকে এগোয়।
স্বাক্ষর
দেশে বিদেশে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার … সাংবাদিক
১. সৈয়দ বদরুল আহসান, সিনিয়র সাংবাদিক
২.ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব
৩. মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
৪. শাবান মাহমুদ, সাবেক মহাসচিব, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
৫. আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৬. সোহেল হায়দার চৌধুরী, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৭. মোঃ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব
৮. আকতার হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৯. প্রণব সরকার, সভাপতি, আগরতলা প্রেস ক্লাব ও সদস্য, ইন্ডিয়া জাতীয় প্রেস ক্লাব
১০. সৈয়দ বোরহান কবির, প্রধান সম্পাদক, বাংলা ইনসাইডার
১১. এম জি কিবরিয়া চৌধুরী, সম্পাদক, দৈনিক জাতীয় অর্থনীতি
১২. নজরুল কবীর, সাবেক সহসভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
১৩. মহিউদ্দিন সরকার, সাবেক সম্পাদক, ঢাকাপোস্ট ডটকম ও জাগোনিউজ২৪ ডটকম
১৪. রিয়াজ হায়দার চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন
১৫. সাইদুজ্জামান সম্রাাট, সভাপতি খুলনা সাংবাদিক ইউনিয়ন
১৬. ফজলুল বারী, অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক
১৭. মাসুদা ভাট্টি, সিনিয়র সাংবাদিক
১৮. জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দপ্তর সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
১৯. সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা প্রবাসী সাংবাদিক
২০. খন্দকার ইসমাইল, কানাডা প্রবাসী সাংবাদিক
২১. রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া
২২. জে এম রউফ, সভাপতি, বগুড়া সাংবাদিক ইউনিয়ন
২৩. খায়রুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
২৪. শেখ জামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
২৫. তৈমুর ফারুক তুষার, সম্পাদক, বেঙ্গল নিউজ ২৪ডটকম
২৬. শামীমা দোলা, সিনিয়র সাংবাদিক
২৭. মানিক লাল ঘোষ, সাবেক সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
২৮. মোঃ শফিউল হক, সাবেক সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি
২৯. মাসুদ কার্জন, সিনিয়র সাংবাদিক
৩০. জাকির হোসেন ইমন, সাবেক সভাপতি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
৩১. আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি, সাবেক কোষাধ্যক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৩২. গোপাল বণিক (নীল), নির্বাহী সম্পাদক, নিউজ ভ্যানগার্ড ইন্ডিয়া
৩৩. ইখতিয়ার উদ্দিন, সিনিয়র সাংবাদিক
৩৪. দেবাশীষ রয়, সাবেক প্লানিং এডিটর, একুশে টিভি
৩৫. গোলাম মুজতবা ধ্রুব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৩৬. সুমি খান, সাবেক নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
৩৭. শফিকুল আলম মিলন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
৩৮. রেজাউল করিম রেজা, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৩৯. রাজু হামিদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৪০. শহিদুল হক জীবন, সাধারণ সম্পাদক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন
৪১. শামীমা আক্তার, সাবেক সভাপতি, ল’ রিপোর্টার্স ফোরাম
৪২. সাজেদা হক, কার্যনির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৪৩. সঞ্জয় দে, সিনিয়র সাংবাদিক
৪৪. রফিকুল ইসলাম পিন্টু, সিনিয়র সাংবাদিক, এশিয়ানএজ
৪৫. মোঃ রাগেবুল রেজা, সিনিয়র সাংবাদিক
৪৬. রফিকুল ইসলাম সুজন, সিনিয়র সাংবাদিক
৪৭. এ জেড এম সাজ্জাদ হোসেন সবুজ, সিনিয়র সাংবাদিক
৪৮. প্রদীপ চৌধুরী, সকাল সন্ধ্যা
৪৯. ঝর্ণা মনি, সাবেক নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)
৫০. এ কে এম ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
৫১. ফাল্গুনী দত্ত, সিনিয়র সাংবাদিক, একুশে টিভি
৫২. ওয়ারেছুন্নবী খন্দকার, সিনিয়র সাংবাদিক, জিটিভি
৫৩. মো শহীদ রানা, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাব-এডিটর কাউন্সিল
৫৪. ইসরাফিল শাহীন, সিনিয়র টেলিভিশন প্রডিউসার এবং সাধারণ সম্পাদক, টেলিভিশন প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (টিপিএ)
৫৫. তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক
৫৬. শফিক বাবু, সিনিয়র সাংবাদিক
৫৭. দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
৫৮. সুলতানা রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
৫৯. ফকির ইলিয়াস, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক
৬০. শরীফ শাহাব উদ্দিন, সাবেক সম্পাদক, বাংলাদেশ পোস্ট
৬১. পিনাকী তালুকদার, সিনিয়র সাংবাদিক, যুক্তরাষ্ট্র
৬২. মাহে আলম জেমস, সাবেক সাধারণ সম্পাদক, টিভি ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশন (টিপিএ)
৬৩. সানজিদ আহমেদ, সিনিয়র সাংবাদিক, কানাডা
৬৪. শাহনাজ রুমা, সিনিয়র সাংবাদিক, কানাডা
৬৫. ইয়াসমিন রিমু, সিনিয়র সাংবাদিক, কানাডা
৬৬. আপেল মাহমুদ, টিবিএন২৪
৬৭. মাইনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
৬৮. মোহাম্মদ শামীম, নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক
৬৯. রুহুল আমিন তুহিন, সিনিয়র সাংবাদিক
৭০. এফ এম মুশফিকুর রহমান, সিনিয়র সাংবাদিক
৭১. প্রণব বড়ুয়া অর্ণব, নির্বাহী সদস্য, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
৭২. রমজান আলী, সিনিয়র সাংবাদিক
৭৩. জুবায়ের চৌধুরী, সাবেক জনকল্যাণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৭৪. প্রদীপ কুমার রায়, সম্পাদক, ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া
৭৫. কাজী রুনা, সিনিয়র সাংবাদিক
৭৬. আজাহার মাহমুদ, সিনিয়র সাংবাদিক
৭৭. আমিনুল ইসলাম মুন্না, সিনিয়র সাংবাদিক
৭৮. রহিমা আক্তার, সিনিয়র সাংবাদিক
৭৯. নুরুল হক শিপু, বিশেষ প্রতিবেদক, রানার টিভি, যুক্তরাজ্য
৮০. সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম
৮১. মো. সাজিদুর রহমান, রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট, ইউ’কে
৮২. ছামির মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক
৮৩. মাহবুব স্মারক, সিনিয়র সাংবাদিক
৮৪. সাব্বির খান, সুইডেন প্রবাসী সাংবাদিক
৮৫. দেবেশ বড়ুয়া, ফ্রান্স প্রবাসী সাংবাদিক
৮৬. কামরুল আই রাসেল, সাংবাদিক, যুক্তরাজ্য
৮৭. হেলাল উদ্দিন, সাবেক সভাপতি, সিরাজগঞ্জ প্রেস ক্লাব
৮৮. ইমরানুল আজিম চৌধুরী, সিনিয়র সাংবাদিক,
৮৯। হামিদ মোহাম্মদ, যুক্তরাজ্য।
৯০। সাজেদা পারভীন সাজু, সাবেক সহসভাপতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম
৯১। হরলাল রায় সাগর, সাবেক অর্থ সম্পাদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)
৯২। আতাউর রহমান, সভাপতি, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন
৯৩। হালিমা আক্তার, সাবেক কার্যকরী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)
৯৪। জাহাঙ্গীর খান বাবু, ব্যুরো চীফ, নিউজ লাইভ বাংলা টেলিভিশন ইন্ডিয়া
৯৫। অধ্যাপক অপু আলম,সম্পাদক ও প্রকাশক, প্রবাসে বাংলা(ফ্রান্স) ,
৯৬। দেবেশ বড়ুয়া, সভাপতি-ফ্রান্স বাংলা প্রেসক্লাব.
৯৭। সোহেল মজুমদার শিপন, সম্পাদক ও প্রকাশক ,দেশপ্রিয় নিউজ(ইতালি),
৯৮। খালেদ গোলাম কিবরিয়া,উপদেষ্টা সম্পাদক,দেশপ্রিয় নিউজ(ফ্রান্স) ,
৯৯। কমরেড খোন্দকার ,সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব ,ইতালি।
১০০। ছালাহ উদ্দিন, সম্পাদক, ষ্পেন বাংলা নিউজ২৪
১০১। সোহেলী চৌধুরী, কোষাধ্যক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
১০২। এবিএম জাকিরুল হক টিটন, সম্পাদক, দৈনিক খবরওয়ালা
বার্তা প্রেরক
তাইমুর ফারুক তুষার
সিনিয়র সাংবাদিক
