স্টেপনি কমিউনিটি ট্রাস্টের ইতিহাসনির্ভর নাটক ‘এ জুট লস্কর’স স্টরি’ মঞ্চস্থ হয়েছে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে।গত ২৩ নভেম্বর সন্ধা সাড়ে ৭টায় নাটকটি উপস্থাপন করে এ সংগঠন। বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটশিল্পকে কেন্দ্র করে নাটকটির কাহিনি আর্বতিত। কাহিনিতে তুলে ধরা হয়েছে এই পণ্যটির ওপর চোখ পড়ে ব্রিটিশ বেনিয়াদের।
কেন্দ্রীয় চরিত্র শাহাব উদ্দিন হারিয়ে যাওয়া তার কৃষকপিতার সন্ধান এবং বেনিয়াদের জাহাজে চাকরি লাভ, বাংলার পাট নিয়ে জাহাজের ডান্ডি তথা ব্রিটেনে গমণ,বস্ত্রশিল্পের কাঁচামাল পাট শিল্পে রূপান্তর, শ্রমিক নির্যাতন, শ্রমজীবীদের শোষণ এবং বঞ্চনা, সেই অভিঘাতে বাংলায় দুর্ভিক্ষ.লক্ষ লোকের মৃত্যু-এসবই কাহিনির মূল প্রতিপাদ্য।প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক কাহিনিও কাহিনিতে চিত্রিত হয়েছে।

নাটকটিতে ইতিহাস অস্টাদশ, উনবিংশ ও বিংশ শতকের বৈশ্বয়িক টানাপোড়ন,বিপর্যস্ত জনজীবনের কথা বাদ যায়নি। শাহাব উদ্দিন পিতার সন্ধান না পেলেও ব্রিটেনের জীবন তাকে ধরে রাখতে পারেনি, সে ফিরে এসেছে মাতৃভূমির টানে স্বদেশে, মায়ের কোলে, এই স্বদেশপ্রেমই কাহিনির কেন্দ্রে ঘোরলাগায় অভিনয় ও সংলাপের বিহবলতায়।
সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ইতিহাসের পুনরাবৃত্তিতে দর্শকরা নিজেকে যেন খুঁজে পেলেন এক ঘন্টার শিল্পমাধ্যমে।
নাটকটি নাট্যরূপ ও পরিচালনায় ছিলেন ক্যানান সালিহ এবংকাহিনি নির্মাণ করেছেন বিশিষ্ট লেখক আহমদউল্লাহ।
