রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। পুড়ে সব শেষ। আশি হাজার থেকে এক লাখ মানুষ খোলা ছাদের নিচে রাত কাটাবে। দেশে শীত এসেছে কিনা জানিনা, না এসে থাকলে দেরি করবে না এইটা নিশ্চিত। এত বিপুল সংখ্যক মানুষের বিরাট অংশ শিশু ও বৃদ্ধ। ওদের সামনে মহাবিপদ।
আমরা গৃহহীন গাজাবাসীর জন্য চোখের পানি ফেলি, সুদান, ইয়েমেন সিরিয়ার মানুষের কষ্টে বুক ভাসাই। আমাদের নিজেদের দেশের রাজধানী শহরে এক রাতের ব্যবধানে প্রায় এক লাখ মানুষ গৃহহীন হয়ে গেছেন। তাঁদের কষ্ট কয়জনকে ছুঁয়েছে? এরাও কিন্তু আল্লাহর সৃষ্টি, দেশবাসী/প্রতিবেশী হওয়ায় তাঁদের হক বহুগুন বেশি।
আমাদের দেশে কিছুদিন আগেই একটা মাঝারি মাত্রার ভূমিকম্প গেছে। দেশবাসী আতঙ্কে মৃত্যুভয়ে সবার কাছ থেকে মাফ চেয়ে নিয়েছেন। সবাই উপলব্ধি করেছি নিঃস্ব হতে মিনিট খানেক সময়ও লাগেনা। আমি কি বলছি শুনেন, মানলে মানবেন, না মানলে নাই।
এই যে এক লাখ মানুষ গৃহহীন হলো, এইটা আপনার আমার জন্য আমাদের মালিকের পক্ষ থেকে আসা একটি পরীক্ষা। আমি আমার সামর্থ্যানুযায়ী এই গৃহহীন, অসহায় মানুষের পাশে দাঁড়ালে হয়তো আমার মালিক আমাকে অদূর ভবিষ্যতে গৃহহীন করবেন না। হয়তো এই কাজের বিনিময়েই মহাপ্রলয়ের হাত থেকে আমরা রক্ষা পাবো।
পাপতো কম করি নাই। পুণ্য কামানোর সুযোগ হাত ছাড়া করবো কেন?
