২৩ নভেম্বর সন্ধ্যায় এ সিজন অব বাংলা ড্রামা’র আয়োজনে পূর্বনাটের নিতু’জ ওয়েডিং’ নাটকটি পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে মঞ্চস্থ হয়েছে। সফল নাটক হিসাবে উপস্থাপনাটি ছিল উপভোগ্য। নাটক শুরু হওয়ার আগেই ব্রাডি আর্টস সেন্টারকে সাজিয়ে তোলায় হয় বিয়ের সাজে। মিস্টিমুখের মাধ্যমে হলে প্রবেশ ছিল চমকপ্রদ। বিয়ের একটি আয়োজনকে কেন্দ্র করে, বিয়ের আলাপ, প্রেম, পারিবারিক সলাপরামর্শ, দ্বন্ধ হাস্যরস ও কমেডির মাধ্যমে কাহিনি অগ্রসর হয়। প্রবাসে বাঙালির বিয়ে, দেশের সংস্কৃতি, বর্তমান চলমান ধারা সব মিলিয়ে অনবদ্য নাটকটি মুগ্ধ করে সকলকে। করোনাকালীন পরিস্থিাতিকে কেন্দ্র নাটকটি নির্মিত। অনেকের জীবনের সাথে কাহিনি মিলে যাওয়ায় দর্শকরা উচ্ছ্বসিত হন।

নাট্যকার মুরাদ খানের লেখা ও পরিচালনায় নাটকে অভিনয় করেন এক ঝাঁক তরুণতরুণী। বার্মিংহামের পূরর্বনাট নামের এ নাট্য গ্রুপ প্রতিবছরই নতুন নাটক নিয়ে আসেন। এবারেও তাদের পরিবেশনা ছিল ব্যতিক্রমী। অভিনয় করেন মুরাদ খান, রাজীব জেবতিক, তামান্না তাজমীন তিথু, ফাতেমা শামীম, কমল পাল, তানজিনা হোসেইন, আনফারা সাহা, সোমা দাশ ও তাজবিনা দীপা হোসেইন।

এছাড়া মিউজিকে ছিলেন নীল কামরুল, কোরিগ্রাফিতে নিতু দেবসহ আরো অনেকে ছিলেন নেপথ্য সহযোগিতায়। নাটক শেষ হওয়ার পর মুরাদ খানের অনবদ্য অভিনয় বহুদিন মনে থাকবে বলে দর্শকরা মন্তব্য করেন। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে নাটক দেখতে প্রবাসী বাঙালিরা হল ভর্তি ছিলেন। এ সিজন অব বাংলা ড্রামা’র এমন আয়োজনে কতৃপক্ষকেও ধন্যবাদ জানান সবাই।
