ড. ইউনূসের নিজ উপজেলা- চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ১লা ডিসেম্বর, সোমবার উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- উপজেলার ফরহাদাবাদ ইউপির ৩নং ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ২নং ওয়ার্ড এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেহপুর ইউপির ৯নং ওয়ার্ড এলাকার মো. শাহাদাত হোসেন (৪৪), ১নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনস্থ নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।
জানা যায়, গত রোববার ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ অর্ধশত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন।
এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হটাও ইউনূস-বাঁচাও দেশ’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’-সহ বিভিন্ন স্লোগান দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে উপজেলা ‘আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা ব্যানার দেখা যায়। মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয়রা জানান, ড. ইউনূসের অবৈধ সরকারের শোষণ-নিপীড়ন ও গুম-খুনের বিরুদ্ধে স্লোগান দিয়ে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, চট্টগ্রাম লেখা ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত সোমবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
