যে ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার.. নৌকার ভোটার এরা কেউ ভোট দিবে না, কেউ ভোট দিতে যাবে না, যেহেতু আমাদের প্রতিক নাই, যেহেতু আমাদের আওয়ামী লীগ নাই, সেহেতু আমাদের ভোটার রা কেনো ভোট দিতে যাবে? ভয়ভীতি যাই দেখাক না কেনো এই ভাবে তারা কেউ ভোট দিতে যাবে না এটা প্রত্যেকটা ভোটারের কাছে এই কথাটা পৌঁছে দিতে হবে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী আর ছাত্রলীগ এবং সাবেক ছাত্রনেতাদের উপরে এই দায়িত্ব আমি দিচ্ছি।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
যে ব্যালটে নৌকা নাই, সে ভোটে না যাওয়ার আহবান জননেত্রী শেখ হাসিনার
Previous Article৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তি
Next Article শান্তির মুখোশ, মৌলবাদের ছায়া ও সমাজের মৃত্যু
