জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের আলোচনা সভায় বক্তারা বলেন
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় ‘বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও দেশে ফিরে আসবেন’ এ প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
১০ই জানুয়ারি এনসাইন হল যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের এনসাইন ইয়োথ ক্লাবের হলরুমে যুক্তরাজ্য আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংড়ঠনের সভাপতি আলহাজ জালাল উদ্দিন। সভা পরিচালনা করেন সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন নেতৃত্বে বাংলাদেশ একাত্তর সালে ১৬ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হলে বিশ্ব জনমতের চাপে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ ফিরে আসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
বঙ্বন্ধুর মক্তির মধ্য দিয়ে এইদিন বাংলাদেশের স্বাধীনতার পূর্ণতা পায়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বঙ্গবন্ধু আত্মসমর্পন করেননি, বরং তিনি ‘আমি বাঙালি ও জয়বাংলা’ বলে মরতে চান বলে দেন পাক সরকারকে।
বঙ্গবন্ধুর সংগ্রামশীল জীবনের নানা কথা উঠে আসে আলোচনায়। বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,সাবেক এমপি হাবিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের শির্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ সহ নেতৃবৃন্দ। সভায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
