আফজাল হোসেন
চোর আমরা পুলিশও আমরা। আমরা নীতির কথা বলি আবার আমাদেরই দুর্নীতি পছন্দ। নিজের লাভ দেখলে, স্বার্থে মিললে অসৎ, দুর্নীতিবাজকেও আমাদের প্রিয়, আদর্শ মানুষ ভাবতে পারি।
উচিৎ কথা টক লাগে। অনুচিৎ আচরণে আমরা বিরক্ত হই আবার নিজের আচরণে অন্যে গলদ খুঁজে পেলে তাকে মন্দ বিবেচনা করে থাকি। বুক ফুলিয়ে দোষ করি, দোষ কেউ ধরলে তাকে সহ্য করি না। আমরা নিজেদেরকে নির্ভুল ভাবি এবং বাকি মানুষেরা ভুলে ভরা ভাবতে পছন্দ করি।
ভুলের চর্চা করতে করতে হয়ে গেছি ঘুনে ধরা। বিশ্বাসের জায়গার দখল নিয়ে ফেলেছে সন্দেহ। আমরা সুন্দরকে সুন্দর দেখাচ্ছে কেনো, তার কারণ খুঁজি। সাহায্যকারী আমাদের চোখে সন্দেহের মানুষ। কেউ উপকারে এগিয়ে এলে, কেনো উপকারের ইচ্ছা, তলিয়ে বুঝতে চাই। আমরা ভালো ব্যবহার পাওয়া পছন্দ করি কিন্তু অন্যের প্রতি অন্যায় আচরণ করে তৃপ্তিলাভ করি, তুষ্ট হই।
পথে কেউ হোঁচট খেলে আমাদের হাসি পায়। কাউকে আনন্দিত দেখলে আমরা ভালো বোধ করি না। কেউ প্রাণখুলে হাসলে বিরক্ত হই।.বিনয়ীকে আমরা অযোগ্য মনে করি। সভ্য আচরণে কাজ হয় না বলে অসভ্য হওয়া যুক্তিযুক্ত মনে করি। যুক্তি দেখিয়ে নিঃসঙ্কোচে অসভ্য হতে পারি আমরা।
আমরা খুব শান্তি চাই। স্বস্তি, সুখ ইত্যাদি জীবনে দরকার বলে ভাবি। ওসব নিয়ে জরুরি আলোচনায় বসি কিন্তু মতে না মিললে স্বস্তি সুখের বাসনা গোল্লায় পাঠিয়ে অপরপক্ষের কল্লা ফেলে দিতে চাই। আমরা সকল কিছুতে অসন্তুষ্ট হয়ে সন্তুষ্ট।
ভাবে ভাষায় আমরা একরকম এবং কর্মকান্ডে একেবারেই উল্টো দিকের মানুষ। আমরা কারো কথা শুনতে রাজি নই, নিজের কথা শোনানোয় প্রবলভাবে আগ্রহী। আমরা ধৈর্যহীন, সদা ক্রুদ্ধ এবং বিরক্ত। মনে করি এসব আমাদের দোষ নয়, বিশেষত্ব।
আমরা অবহেলা পছন্দ করি না কিন্তু অপরকে অবহেলা দেখিয়ে নিজের ওজন ও উচ্চতা বৃদ্ধি হয় বলে বিশ্বাস করি। দোষ ধরতে, দোষী সাব্যস্ত করতে ভালো লাগে আমাদের। ভালো লাগে যে কোনো উপায়ে নিজের গুরুত্ব বাড়াতে।
মানুষকে সাহায্য করা আমাদের পছন্দ নয়। বাধা দিতে, সমস্যায় ফেলতে, ভোগাতে ভালো লাগে। ঠকাতে ভালো লাগে। ক্ষতি করতে ভালো লাগে। ছোটো করতে ভালো লাগে। ভালো লাগে সম্মানিতকে অসম্মান, অমর্যাদা করতে।
আমরা প্রতিদিন অন্যের এবং নিজের সাথে সগৌরবে প্রতারণা করে চলেছি। একটা সত্যের সাথে দশটা মিথ্যা বলি। মিথ্যা বলে লজ্জা বোধ করি না। সত্য বলা ও মেনে নেওয়ার ক্ষমতা নেই। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে মিথ্যা গিলে গিলে ভুল পথে হেঁটে হেঁটে আমরা দিশাহারা।
দিশা চেয়ে ভুল পথে হাঁটতে থাকলে কীভাবে মিলবে পৌঁছানোর ঠিকানা?
