Author: JoyBangla Editor

বিশেষ রির্পোট: লন্ডন: আবৃত্তি সংগঠন ছান্দসিক মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য ‘বীরাঙ্গনা’ পাঠ উপস্থাপন করে গত ২২ ডিসেম্বর।বীরাঙ্গনাদের নির্যাতনের বর্ণনামূলক কথা পাঠ ছাড়াও গান, স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও মুক্তিযোদ্ধাদের বীরত্বকথনের প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন ছিল অন্যতম ব্যতিক্রমী আয়োজন। পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে এদিন সন্ধ্যায় আয়েজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনের বিপুল সংখ্যক সংস্কৃতি ও সুধীজন। ড. নীলিমা ইব্রাহিমের মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের নিয়ে গবেষণাগ্রন্থ ‘বীরাঙ্গনা কথা’, গবেষক অপূর্ব শর্মার লিখিত অনুসন্ধানী ইতিহাস ‘বীরাঙ্গনা কথা’ গ্রন্থের পাঠ এবং বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষাণীর সাক্ষাতকার থেকে তুলে আনা লোমহর্ষক নির্যাতনের তথ্যকথা পাঠ করেন আবৃত্তিশিল্পী মুনিরা পারভীন, সঙ্গে দেশাত্ববোধাক গান সংযোজন করেন কণ্ঠশিল্পী বিনায়ক দেব জয়। মুক্তিযুদ্ধের সময় উজ্জীবিত করা…

Read More