ক’দিন আগেই হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। পেয়ে গেছেন অনাপত্তিপত্রও। বাংলাদেশের হয়ে খেলার সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন করার পর এবার ফিফা শুভেচ্ছা জানালো হামজা চৌধরীকে।
মঙ্গলবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ’ হামজার ছবি দিয়ে লিখেছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। এর আগে হামজাকে পেতে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্র চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সপ্তাহ তিনেক অপেক্ষার পর বাফুফেকে ইংল্যান্ড সেই অনাপত্তিপত্র দিয়েছে এই সপ্তাহের শুরুতেই।
বাংলাদেশের ফুটবল ভক্তরা হামজা চৌধুরীকে বরণ করে নেয়ার অপেক্ষায় প্রহর গুনছেন। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লীগে লেস্টার সিটির হয়ে খেলেন। বাফুফে এখন হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।
এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনো দেশের যুব দলের হয়ে খেলার কারণে তাদের ফেডারেশনের অনুমতি প্রয়োজন হয় অন্য দেশের জার্সি গায়ে তোলার ক্ষেত্রে। সেই অনুমতি পাওয়ার পর বাফুফের হাতে আর অল্প কিছু প্রসিডিওর বাকি। এরপরই লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন হামজা।