নূরুজ্জামান মনি
এই ছবিটা আঁকলো যে কে
বলত পারো কি নামটি তার?
কোন পটুয়া তুললো এঁকে
মুখটি আমার জাতির পিতার?
লক্ষ কোটি বক্ষ জুড়ে
জ্বলজ্বলে ঐ মুখটি নেতার,
মায়ায় ভরা চোখটি যে তার।
এই ছবিটা ভাসলে মনে
বুকের রক্তে বলক জাগে,
লক্ষ প্রাণে ঝলক লাগে।
এই ছবিটা রাখাল রাজার
ভয়ভীতি জয় করলো যে রে,
নির্ভয়ে হাল ধরলো যে রে।
এই ছবিটা সেই সে বীরের
রক্তে তুফান তুললো যে রে,
বন্ধ দুয়ার খুললো যে রে।
তার ডাকেই দামাল ছেলে
অস্ত্র হাতে ধরতে গেল,
লড়াই করে মরতে গেল।
অন্ধ কারার দেয়াল ভেঙে
আসলো ফিরে বীরের বেশে,
উড়িয়ে নিশান আপন দেশে।
বিজয় মুকুট মাথায় পরে
আসলো ভয়াল রাতের শেষে,
তার ছোঁয়াতে সদ্য স্বাধীন
দেশের আকাশ উঠলো হেসে।
ঐ শুনি তার বজ্রধ্বনি
এই জাতি যে হারবে না আর,
ঊর্ধ্বে তোলা সে তর্জনি
কেউ নোয়াতে পারবে না তার।