।। ১।।
রায়ের বাজার বধ্যভুমি
মনে পড়ে সেই কালরাত্রি
যে রাতের আঁধারে
জাতির বিবেক খুন করেছিলো
বদর আর রাজাকারে।
শিক্ষক এবং বুদ্ধিজীবি
ঘর থেকে নিয়ে ধরে
ক্ষোভে আক্রোশে হায়নার দল
মেরেছিলো গুলি করে।
বিজয় লগ্নে জাতির স্বপ্ন
করে দিতে নিশ্চিহ্ন
পাক হানাদার আর রাজাকার
করেছিলো কাজ ঘৃন্য।
ভেবেছিলো তারা ভেঙে দেয় যদি
বাঙালির মেরুদন্ড
হয়তো তাহলে অচিরেই হবে
এই স্বাধীনতা পন্ড।
তাইতো আঁধারে রায়ের বাজারে
চৌদ্দ ডিসেম্বর
রাজাকার দল স্তব্ধ করলো
জাতির কন্ঠস্বর।
যাদের স্বপ্ন সাধনার ফলে
এদেশে মানুষ হাসে
রায়ের বাজারে এখন তাদের
কবর ঢেকেছে ঘাসে।
কিন্তু যারা খুন করেছিলো
আলোকিত সব প্রাণ
এই দেশে আজ সেই পশুদল
গায় বিজয়ের গান!
নরপশুদের সহিংসতায়
কাঁপছে এখনো দেশ
করছে নিত্য কুলষিত তারা
সবুজাভ পরিবেশ।
রায়ের বাজার বধ্যভূমি
আজকে গুমড়ে মরে
যখন দেখে রাজাকার দল
হাঁটছে দম্ভ করে।
খুন ধর্ষন করেছিলো যারা
এদেশে একাত্তরে
ঘৃনা ধিক্কার জানাই আজকে
সেই পশুদের তরে।
এরা যে শত্রু এই দেশ আর
বিশ্ব মানতার
জাগলে বাঙালী এদের দম্ভ
ভেঙে হবে চুরমার।
জাগো বাঙালী আবার করো
উদ্যত সঙ্গীন
না হলে হয়তো শত্রুর হাতে
স্বাধীনতা হবে লীন।
।। ২।।
ডালিম এবং আনার
ডালিম এবং আনার
দুইয়ের মাঝে আছেরে ভাই
অনেক কিছু জানার।
হয়না যদি জানা
চিনতে তোমার কষ্ট হবে
আসল বেদানা।
সচ্ছ রাখতে প্রাণ
সতেজ ডালিম খান
পচা ডালিম রেখে গেছে
ইয়াহিয়া-টিক্কা খাঁন।