বিশেষ রিপোর্ট:
লন্ডন, ১২ জানুয়ারি: বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. আবদুল খালিকের প্রথম প্রয়াণ দিবসে গত ১০ জানুয়ারি শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে বাদ জুমা এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রয়াতের বড় ভাই আলহাজ মো. আবদুল মছব্বিরের পরিবারের উদ্যোগে এ মিলাদ মাহফিলে প্রয়াতের রূহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়।
অন্যদিকে, প্রয়াতের দেশের বাড়ি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের চেলারচর গ্রামের দুটি জামে মসজিদ এবং সংশ্লিষ্ট এলাকার শেরপুর করিমপুরের মসজিদে ১০ জানুয়ারি শুক্রবারে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পর শিরণী বিতরণ করেন প্রয়াতের সন্তান মো. আমিনুর রহমান, মুহিবুর রহমান ও হাফিজ আকিকুর রহমান সাজু। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রয়াতের আত্মীয়-স্বজনসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রয়াত মো. আবদুল খালিক একাত্তরের ১৮ এপ্রিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।তিনি ৫ নং সেক্টরের চেলা ও ভোলাগঞ্জ সাব সেক্টরের অধীনে বিভিন্ন যুদ্ধে অংশ নেন। একটি যুদ্ধে তিনি হানাদার বাহিনির গুলিতে আহত হন। তিনি ১৯৪৬ সালে চেলারচর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রয়াত হন ২০২৪ সালের ১০ জানুয়ারি।