শেরপুরে পাচারকালে ট্রাক ভর্তি সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। এসময় মইদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বুধবার ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি ট্রাক করে পাচার হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি বই- এমন তথ্যে ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। পরে লছমনপুর দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে বই ভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ। জব্দ বইগুলোর মধ্যে (বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত) মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার বই ছিল। বইগুলো কুড়িগ্রাম থেকে শেরপুর হয়ে ঢাকায় পাচার হচ্ছিল।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, লছমনপুর দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে বইগুলো উদ্ধার করা হয়।এ সময় সরকারি বই পাচারের সাথে জড়িত থাকায় একজন আটক করা হয়েছে। ট্রাকভর্তি বইগুলো কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। বিস্তারিত তদন্তের পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান হোসেন বলেন, বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্যকোনো জেলার হতে পারে। শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।