নুরুল ইসলাম সভাপতি ও সেলিনা শাফি সেক্রেটারি
লন্ডন, ২৭ জানুয়ারি। বাংলাদেশ উদীচী শিল্পী গোস্ঠী যুক্তরাজ্য শাখার সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠক নুরুল ইসলামকে সভাপতি ও সেলিনা শাফিকে সেক্রেটারি নির্বাচিত করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ – সারা দেশের মতো বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য সংসদের চর্তুদশ সম্মেলনে দৃঢ়ভাবে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
গত ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১২টায় পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনের সূচনাতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এরপর যুক্তরাজ্য সংসদের সভাপতি হারুন -উর-রশীদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রন্জন দে। উদ্বোধনী অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন মিসেস সেলিনা সাফি এবং প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সংগঠনের সাধারন সম্পাদক জোবের আক্তার সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা এবং উদীচী যুক্তরাজ্য সংসদের সাবেক সভাপতি ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ। এছাড়াও অনুষ্ঠানে সিপিবি, যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি এডভোকেট আবেদ আলী আবিদ, টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেইন, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার জ্যোৎস্না ইসলাম, কাউন্সিলর শাম ইসলাম; লেবার পার্টির নেতা স্বরূপ শ্যাম চৌধুরী, বিডাব্লিউসি, যুক্তরাজ্যের সভাপতি সলিসিটর শাহরিয়ার বিন আলী প্রমুখ কমিউনিটি নেতৃবৃন্দ।
উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা তথা সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার নীতি থেকে বিচ্যুত হয়ে শাসকরা যুগ যুগ ধরে দেশে ক্ষমতার অপরাজনীতি করে যাচ্ছে, তারা গরীব মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে ক্ষমতায় বসে নিজেদের ভাগ্য বদল করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, সাম্প্রদায়িক শক্তির সাথে ক্ষমতার আঁতাত করতে গিয়ে এখন সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি জাতির উপর চেপে বসেছে। তবে উদীচী বরাবরের মত এখনও সেই সব অপরাজনীতি, শোষণ বঞ্চনা, কুসংস্কার, অপসংস্কৃতির বিরুদ্ধে দৃঢ় বলে বলীয়ান হয়ে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাচ্ছে। উদীচী সবসময়ই গনতন্ত্রের কথা বলে। সেই আদর্শিক জায়গা থেকে উদীচী সবসময় লড়াই চালিয়ে যাবে। তারা বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে প্রগতিশীল আন্দোলনকে বেগবান করতে হবে এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা হারুন-উর-রশিদ। এই পর্বে সাধারন সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জোবের আক্তার সোহেল, আর্থিক বিবরণী উত্থাপন করেন মিসেস হেলেন ইসলাম। রিপোর্টের উপর ব্যাপক আলাপ-আলচনার পর সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটি নির্বাচনী পর্বে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শেখ নুরুল ইসলামকে সভাপতি ও সেলিনা সাফিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়।