দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ‘নারী ফুটবল খেলা’ আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও এলাকাবসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বাওনা মাঠে এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতি বাওনা মাঠে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে। এতে দিনাজপুর জেলা নারী ফুটবল একাডেমি বনাম রংপুর বিভাগীয় নারী দলের মধ্যে প্রীতি ম্যাচ উপলক্ষ্যে মাইকিং করেন আয়োজকরা। এই প্রচারণার খবর শুনে উপজেলার বাওনা গ্রামসহ বিভিন্ন গ্রামের ‘তৌহিদি জনতা’ খেলা বন্ধের দাবিতে পাল্টা মাইকিং করে।
দুই পক্ষের পাল্টাপাল্টি মাইকিংয়ের কারণে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার বিকেল ৩টার দিকে খেলা শুরু করতে গেলে আয়োজক কমিটির লোকজন ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নারী, পুরুষ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন।
হাকিমপুর থানার ওসি সুজন মিঞা জানান, প্রমিলা নারী ফুটবল খেলা আয়োজন নিয়ে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কেউ মামলা করতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এপি