‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারা সামনেও পরাজিত হতে বাধ্য’- মাহফুজ আলম
জয় বাংলা রিপোর্ট
‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারা সামনেও পরাজিত হতে বাধ্য’ বলছেন মাহফুজ আলম। এ যেন ভুতের মুখে রাম নাম।
এ দেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এ দেশে রাজনীতি করতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য।
মঙ্গলবার ২৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে এ কথাগুলো বলেছেন মাহফুজ আলম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের পর কী হয়েছে, তা নিয়ে সমালোচনা করুন। ইতিহাস পর্যালোচনা করুন। কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময়ে কী কী ঘটেছে, তা নিয়েও তর্ক উঠতে পারে। কিন্তু সে সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে।
বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতো শেখ মুজিবুরের অবদান অনস্বীকার্য। তাই আমরা ’৭২–পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব।’
তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাকে অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি!’
শেক মুজিব সরকারের সমলোচনা করে তিনি বলেন, এ দেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এ দেশে রাজনীতি করতে হবে উল্লেখ করে মাহফুজ লিখেছেন, ‘এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের, গণ–অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে মেনে নেব না।’
তিনি আরো বলেন, ২৪ এর গণ–অভ্যুত্থান মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধেরই ঐতিহাসিক ধারাবাহিকতা। বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে।