হামিদ মোহাম্মদ-এর ‘প্রেমের কবিতা’
২০২৫ একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বিলাতবাসী কবি হামিদ মোহাম্মদ-এর কবিতা গ্রন্থ ‘প্রেমের কবিতা’। ১৮০ পৃষ্ঠার বই প্রেমের কবিতায় টইটুম্বুর। খ্যাতিমান ‘উৎস প্রকাশনী’ থেকে প্রকাশিত হয়েছে। মেলাপ্রাঙ্গনের ‘উৎস প্রকাশনী’র ৪২-৪৪ নং স্টলে বইটি পাওয়া যাবে। অনলাইনে রকমারি ডটকম।প্রকাশক গুণী ব্যক্তিত্ব মোস্তফা সেলিম জানিয়েছেন ১ ফেব্রুয়ারি মেলার প্রথম দিন থেকে স্টলে বইটি পাঠকের জন্যে প্রদর্শিত হচ্ছে।
ফারুক আহমেদ-এর ইতিহাস গ্রন্থ ‘সিলেটের ইতিহাস’

এবারের একুশে বইমেলায় পাওয়া যাবে ‘সিলেটের ইতিহাস’-ব্রিটিশ আমল।বইটি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ইউপিএল। বইমেলায় ইউপিএল-এর স্টলে বইটি পাওয়া যাবে। অনলাইনে রকমারি ডটকম।
সিলেটের সাথে বাংলা ও আসামের সাংস্কৃতিক বন্ধন গভীর, জটিল ও বিচিত্র। ঐতিহ্যিকভাবে সিলেট কি বাংলাদেশের অংশ, নাকি আসামের? সিলেটের ভাষা কি বাংলা, অসমিয়া না কি সিলেটি? ১৯২৭ সালে আসাম পার্লামেন্টে বাংলা ভাষা নিয়ে আন্দোলনে সিলেটের প্রতিনিধিদের ভূমিকা কি ছিলো?
সিলেটের বর্তমানের ওপর সিলেটের অতীতের রয়েছে বিশাল ভূমিকা। ১৯৪৭ সালে গণভোটে সিলেট যেভাবে যুক্ত হয়েছিলো পূর্ববাংলার সাথে, ভারতভাগের ইতিহাসে তা অন্য যে কোন অঞ্চলের চাইতে অনেক বেশি ঘটনাবহুল ছিল। অথচ এই সময়ের সিলেটের রাজনীতি, সমাজ, সংস্কৃতিবিষয়ক কোনো গভীর গবেষণা হয়নি।
কেন সিলেটের ভূমিব্যবস্থা পূর্ববাংলা এবং আসামের চাইতে আলাদা? বিলাতে সিলেটিদের অভিগমন কিভাবে শুরু হলো? বৃটিশ বিরোধী আন্দোলনে সিলেটের ঐতিহ্য কি ছিলো? বাংলাদেশের ইতিহাসের বৈচিত্র বুঝতে, এবং সিলেটের স্বাতন্ত্র ও অনন্যতা উপলব্ধি করতে “সিলেটের ইতিহাস” বইটি বিকল্পহীন।
মোহাম্মদ ইকবাল-এর কাব্যগ্রন্থ ‘জলের আগুন’

কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে একুশের বইমেলা ইত্যাদি গ্রন্থ প্রকাশের ১৯ নম্বর প্যাভিলিয়নে ও অনলাইনে রকমারি ডটকম। বের করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। কবি বলেন, ‘হৃৎপিণ্ডে পুষে রাখি এক সমুদ্র জলের আগুন/আমাকে ছোঁয়ার ধৃষ্টতা দেখিও না/সততই জ্বলছি আমি’।