সাতক্ষীরায় তারুণ্য মেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর স্টলের ব্যানার পুড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এসময় উদীচীর জেলা কমিটির সভাপতির ওপর চড়াও হওয়ারও অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তারুণ্য মেলায় উদীচীর ৪১ নম্বর স্টলে এসব ঘটনা ঘটে।
এর আগে বিকালে উদীচী শিল্পীগোষ্ঠীর মেলায় স্থান পাওয়ায় ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে স্টলের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এ ব্যাপারে উদীচীর সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে তিনি স্টলের কাছে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন তার ওপর চড়াও হয়।
তিনি আরও জনান, স্টল থেকে ব্যানার-বই সরাতে চাইলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন বাধা দেয়। পরে সন্ধ্যায় তারা উদীচীর ব্যানারে অগ্নিসংযোগ করে।