আজ ১৫ ফেব্রুয়ারি। এইদিনে জন্মেছিলেন ভাটির সুরের জাদুকর শাহ আবদুল করিম। ১২ সেপ্টেম্বর,২০০৯ সালে ৯৩ বছর বয়সে প্রয়াণ।
শাহ আবদুল করিমের গানে বৈষ্ণব ধারার মীড়াশ্রয়ী সুরের ঝংকারের সঙ্গে মানবতাবাদী ধারার গতিপ্রধান ছন্দের সম্মিলন ঘটেছে।
“কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা।”
‘বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে…’
-বাউল শাহ আব্দুল করিম জন্ম যার মানবকে সুরের টানে নিজের কক্ষপথে ফিরিয়ে আনা. . .।