স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। এসময় তিনি বলেন, নতুন এই ছাত্রসংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না; স্বতন্ত্রভাবে কাজ করবে। নতুন ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।এতে স্পষ্ট হয়ে উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রকট দ্বন্ধ ও কোন্দল দেখা দিয়েছে।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আসছে নতুন ছাত্র সংগঠন
Previous Articleযুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠক: ইউক্রেনযুদ্ধের সমাপ্তি ও সম্পর্ক পুনঃস্থাপনের প্রত্যাশা
Next Article বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ইউকের যাত্রা শুরু