জয় বাংলা রিপোর্ট:
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে চিকিতসাধীন আছেন।তাঁর লান্সে পানি জমে গেছে। এবং কিডনিজনিত কারণে ডায়লসিস চলছে।
সুলতান শরীফের পরিবার এবং হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে হাসপাতালে ভীড় না করার জন্য। সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়ে বলা হয়েছে তার চিকিৎসার স্বার্থে কেউ যেনো হাসপাতালে যাওয়া থেকে বিরত থাকেন।
তাঁর সন্তানের তরফ থেকে সকলের ভালোবাসাকে সম্মান জানিয়ে অনুরোধ করে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, দয়া করে হাসপাতালে পারতপক্ষে না যেতে এবং ভীড় না করতে। এছাড়া তাঁর সন্তানদের পক্ষ থেকে রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।