বাঙালি জাতিস্বত্তা মুছে দেয়ার ষড়যন্ত্রকে রুখে দেয়ার আহবান
জয় বাংলা প্রতিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায়, ইস্ট লন্ডনের দর্পন মিডিয়া সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর এক মনোজ্ঞ আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও লেখক উদয় শংকর দুর্জয়ের সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় অংশ গ্রহণ করেন, লেখক ও প্রকাশক হামিদ মোহাম্মদ, লেখক ও গবেষক ফারুক আহমেদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব এনায়েত সারোয়ার ও কিটন সিকদার প্রমুখ।

আলোচকরা ভাষা আন্দোলনের ইতিহাস ও মূল্যবোধ নিয়ে কথা বলেন। তারা বলেন, যে ভাষা আন্দোলন আমাদের জাতিস্বত্তার বিকাশ ঘটিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেন, এখন এই রক্তে অর্জিত বাঙালি স্বত্তাকে একটি কুচক্রীমহল মুছে দিতে উদ্যত হয়েছে। এপ্রচেষ্টা রুখে দিতে হবে, এজন্য লেখক কবিরা সোচ্চার হওয়ার আহবান জানান।
ভাষা আন্দোলনের ওপর বিশেষ প্রবন্ধ পাঠ করেন ড.আজিজুল আম্বিয়া। স্বরচিত গল্পের অংশ বিশেষ পাঠ করেন কথাসাহিত্যিক সাগর রহমান। এরপর একে একে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি আতাউর রহমান মিলাদ, কবি ও নাট্যকার মুজিবুল হক মনি, কবি কাবেরী মুখার্জি, কবি আসমা মতিন, কবি ইমদাদুন খান, কবি সালমা বেগম, কবি শাহিন রশিদ।এরপর কবিতা আবৃত্তি করেন মীর আব্দুর রহমান।
দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সামছুল হক শাহ আলম, কবি চৌধুরী শামসুদ্দিন, কবি এম মোসাইদ খানসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহ, কামাল কাদের, রতন কর, দেব প্রসাদ দাস, এ কে এম চুন্নু, ক্ষুদে অতিথি হানাসহ আরো অনেকে।