জয় বাংলা রিপোর্ট
কার্ডিফ সিনকোড মেথস্ট চার্চে ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২ ঘটিকায় ডায়াস্পোরা ‘৭১ এর আয়োজনে প্রদর্শিত হচ্ছে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণকে ঘিরে নির্মিত অসামান্য ফিল্ম, দেশে বিদেশে বিপুলভাবে প্রশংসিত কাহিনীচিত্র ‘মাইক’।এ কাহিনিচিত্রটি পর্যায়ক্রমে লন্ডনসহ বিলাতের অন্যান্য শহরেও প্রদর্শিত হবে।মার্চ মাসকে সামনে রেখে এ প্রদর্শন শুরু হযেছে। মার্চ মাসই আমাদের মহান মুক্তিযুদ্ধের সূচনাপর্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে লক্ষ জনতার সম্মুখে দেয়া ভাষণই এর মাইল ফলক।