ইংল্যান্ডের সাউদাম্পটন শহরে একটা বইয়ের দোকান এর মালিক দোকানের ভাড়া দিতে না পারায় তাঁকে দোকান ছেড়ে দিতে হয়। তিনি তখন তার দোকান থেকেই ৫০০ মিটার দূরে একটি নূতন দোকান ভাড়া নেন। কিন্তু গাড়ি ও লোকজন ভাড়া করে যে বইগুলো সরাবেন সে টাকা তার কাছে ছিল না। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় বইপড়ুয়াদের কাছে আবেদন জানান তাঁকে সাহায্য করার জন্য। ছোট, বড় এমনকি শারীরীরিক ভাবে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা মিলিয়ে প্রায় কয়েকশ বইপ্রেমী সেখানে উপস্থিত হয়ে মানব বন্ধন তৈরী করে হাতে হাতে বইগুলি একটি একটি করে পুরনো দোকান থেকে নূতন দোকানে ট্রান্সফার করে দেয়। বইপ্রেমীদের এই প্রচেষ্টা কে তো অবশ্যই ধন্যবাদ সাথে দোকানের মালিককেও ধন্যবাদ এতজন বইপ্রেমীকে এরকম একটা সুন্দর কাজে যুক্ত হবার সুযোগ দেওয়ার জন্য। ছবি ও লেখা : সংগৃহীত