আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হারল পাকিস্তান। ২৪১ রানের জবাবে খেলতে নেমে ৪৫ বল হাতে রেখেই জয় পায় ভারত।
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে কম সময়ের ব্যবধানে দুই ওপেনার বাবর আজম (২৩) ও ইমাম-উল-হককে (১০) হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল দলটি।
সৌদ শাকিলকে নিয়ে জুটি লম্বা করতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরির পথে ছিলেন অধিনায়ক। হার্ষিত রানা তার ক্যাচ মিস করায় ৪৪ রানে জীবন পান রিজওয়ান। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি।
অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ৪৬ রানে সাজঘরে ফেরেন রিজওয়ান। সেট হওয়া রিজওয়ান ও শাকিলের ১০৪ রানের জুটি ভেঙে আবার বিপদে পড়ে দলটি।
পরের ওভারে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষরের হাতে ক্যাচ দেন শাকিল। তার ব্যাট থেকে আসে ৭৬ বলে ৬২ রান। ৩৭তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে সেট হওয়ার আগেই মাঠ ছাড়েন তৈয়ব তাহির (৪)।
পরে ডেথ ওভারে ঘূর্ণি জাদু দেখান কুলদীপ যাদব। ৪৩তম ওভারে সালমান আগা (১৯) ও শাহীন শাহ আফ্রিদিকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে উইকেট ধরে রেখে তাকে হতাশ করেন নাসিম শাহ।
অবশ্য এক ওভার বিরতি দিয়ে নাসিমকে ১৪ রানে ফেরান ভারতীয় এই স্পিনার। শেষের আগের ওভারে খুশদিল শাহ ও হারিস রউফ দুটি বড় ছক্কা মেরে আড়াইশ রানের সম্ভাবনা তৈরি করেন। পরে ৪৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪১ রান করে পাকিস্তান।
জবাবে খেলতে নেমে বিরাট কোহলির অপরাজিত ১০০ রানে সহজে জয় পায় ভারত। কোহলিকে ভালো সঙ্গ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। তিনি ৫৬ রানে আউট হয়েছেন। এ ছাড়া রোহিত শর্মা ২০, শুভমান গিল ৪৬ ও হার্দিক পান্ডিয়া করেছেন ৮ রান।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Previous Articleন্যাটো সদস্যপদের বিনিময়ে পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি