বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে রোজা শুরু।এর আগে গতকাল সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছেন কয়েক জেলার জেলা প্রশাসক। পরে বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।’
আজ রাতে প্রথম তারাবির নামাজ। রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।
সৌদি আরবসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় আজ শনিবার থেকে রোজা শুরু হয়েছে।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
যুক্তরাজ্যে শনিবার থেকে ও বাংলাদেশে রোববার থেকে রোজা
Previous Articleবইমেলায় বইয়ের সংখ্যা ও বিক্রি কম, প্রকাশকরা হতাশ