ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
২ মার্চ মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি এদিন ধার্য করেন।
এর আগে, ১৮ ফেব্রুয়ারি, হাইকোর্ট ৬ হাজার ৫৩১ প্রার্থীর নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত দেয় এবং সেই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ২ মার্চ দিন নির্ধারণ করে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
গত বছরের ৩১ অক্টোবর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩ পার্বত্য জেলা বাদে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত
Previous Articleজুলাই ষড়যন্ত্র এবং ‘কোটা’ নিয়ে প্রতারণা